January 21, 2021, 3:53 pm
বিনোদন ডেস্ক :
বেশ মিষ্টি করে গান গাইতে জানেন। নিজেই দাবি করেন, নাচতেও জানেন খুব ভালো। গত বইমেলায় লেখক হিসেবেও আত্মপ্রকাশ করে ফেলেছেন। তিনি রাবা খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব জগতে আলোচিত এক নাম।
২০১৯ সালের অমর একুশে বইমেলায় ‘বান্ধবী’ নামে একটি বই লিখে তুমুল আলোচিত হয়েছিলেন উঠতি ইউটিউবার ও উপস্থাপক রাবা খান।
বাংলা-ইংরেজি মিশিয়ে বইটি লেখায় তাকে ঘিরে সমালোচনাও শুরু হয়েছিলো চারদিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রাবা খান হয়ে উঠেছিলেন সবচেয়ে চর্চিত এক নাম। রাবা খানের প্রথম বই ‘বান্ধবী’ বইটি সাজানো হয়েছিলো ৯টি গল্প দিয়ে। সামনে আসছে অমর একুশে বইমেলা ২০২০। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই আয়োজন। প্রকাশনা জগতে শুরু হয়ে গেছে বই ছাপানোর ব্যস্ততা। এখন থেকেই অনেকেই তাদের নতুন বইয়ের প্রচ্ছদ শেয়ার করতে শুরু করেছেন।
রাবা খান এবার কি দিয়ে সাজাচ্ছেন তার নতুন বই? রাবার উত্তর, ‘এবার কোনো বই আসছে না আমার।’
‘আপাতত নতুন বই প্রকাশ করতে ইচ্ছে করছে না। তাই সামনে মেলায় আমার কোনো বই আসবে না’- যোগ করেন এই ইউটিউব স্টার। রাবা খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার উপস্থাপনা। সেইসঙ্গে ইউটিউবের জন্য বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে যাচ্ছেন নিয়মিতই। গত ১০ নভেম্বর তার ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’ নামের ইউটিউব চ্যানেলে ‘সিঙ্গেল গার্ল থট’ নামে একটি ভিডিও প্রকাশ করেছেন।
Leave a Reply