January 25, 2021, 11:51 pm
সিলেটের আলো প্রতিবেদক:
গোয়াইনঘাটে মাদক অভিযান চালিয়ে ১০০বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ভোরে উপজেলার বঙ্গবীর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার মনুরপাড় গ্রামের সিদ্দেক আলীর ছেলে মাসুক (২৮), গোয়াইনঘাট উপজেলার পাতলীকোনা খালপাড় এলাকার আব্দুল মতিনের ছেলে দিলোয়ার হোসেন (২৯), লামনী এলাকার ফয়জুর রহমানের ছেলে আব্দুল মালিক (২৩)।
শনিবার ভোরে থানার এসআই আতিকুজ্জামান জুনেল ও এএসআই মো. সুফিয়ান মিয়া সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবীর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১০০পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের নির্দেশনায় ফন্সিডিলসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
Leave a Reply